আপনি কি সোশ্যাল মিডিয়া ছাড়া এক পা-ও চলতে পারেননা? সারাদিনে কতবার ফেসবুক, ইউটিউব, ট্যুইটার খোলেন তার কোনো হদিস নেই? হাতে সময় পেলেই আপনি বসে যান নানা ওয়েবসাইট দেখতে? তাহলে আপনি এটাও নিশ্চই জানেন, সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে শুরু হয়েছে এক নতুন ট্রেন্ড যা হ্যাশট্যাগ ১০ বছরের চ্যালেঞ্জ (#yearschallenge)নামে ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গেছে যা থেকে বাদ যাননি সোনালী জগতের নক্ষত্ররাও। কেউ ১০ বছর আগেকার ছবির সাথে মেলাচ্ছেন তার ১০ বছরের পরের ছবি। কেউ দিচ্ছেন সমাজের ছবি তো কেউ দিচ্ছেন পৃথিবী থেকে হারিয়ে যাওয়া সবুজের ছবি।
বিষয়টি শুরু হয়েছিল খুব সাধারণ ভাবেই। ১০ বছরের পুরোনো একটি ছবি ও এখনকার একটি ছবি দিয়ে সূচিত হচ্ছিল তার মাঝে অতিক্রান্ত সময়ে তার ব্যক্তিত্বের আমূল পরিবর্তন। ধীরে ধীরে জটিল হতে শুরু করে এটি। নানা পেজ নানা নতুন নতুন ছবি দিয়ে কোলাজ বানিয়ে তা আপলোড করতে থাকে নানা সাইটে। সাধারণ একটি ট্রেন্ড কে করে তোলা হয় কখনো মজার তো কখনো দুঃখের। কেউ তার খালি পয়সার ব্যাগের ছবি দিয়ে জানান তার আর্থিক অবস্থা এই ১০ বছরে মোটেও বদলায়নি। আবার কেউ বা শোনাচ্ছেন তার হৃদয় কঠিন হয়ে যাওয়ার গল্প। একদিকে টাটকা রক্ত সংবহন তন্ত্র সহ হৃষ্টপুষ্ট হৃদয় তো অন্যদিকে পাথরের হৃদয়ে এই দুইয়ের মিলেমিশে বেশ বোঝা যাচ্ছে তার ব্যর্থ প্রেমের গল্প। কেউ বা এরই মাধ্যমে জানাচ্ছেন তার এই দুঃখের কথা যে, যেখানে ১০ বছর আগে ২০ টাকায় পাওয়া যেত ২০ টা জিভে জল আনা ফুচকা সেখানে আজ ২০ টাকায় পাওয়া যাচ্ছে মাত্র ১০টি।
এই নতুন ট্রেন্ডের জোয়ারে গা ভাসিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিখ্যাত সব সেলিব্রিটি। মালায়লাম নায়িকা ভাবনা সহ রাশি খান্না, শ্রুতি হাসান প্রমুখ ব্যক্তিত্বরাও শেয়ার করেছেন তাদের বদলে যাওয়ার ছবি। হলিউড থেকে বলিউড হয়ে টলিউড লোভনীয় এই ট্রেন্ড থেকে মুখ ফেরাতে পারেননি অনেকেই। কিন্তু মজার এই ট্রেন্ডটিকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নানা ট্রোল। এই চ্যালেঞ্জ নিয়ে নানা সেলেব পড়েছেন ট্রোলের খপ্পরে। ট্রোল করা হয়েছে জেন ওয়াই-এর সবচেয়ে প্রিয় খেলা ‘পাবজি’কেও। তা সে যতই ট্রোল হোক না কেন নেটিজেনরা কিন্তু এখনো মেতে রয়েছেন এই নতুন ট্রেন্ডে।