জয় পেল ব্যাঙ্গালোর

চলতি আইপিএল মঙ্গলবার ইনদোরের হোলকার স্টেডিয়ামে ৪৮ তম ম্যাচে বিজয়ী আরসিবি। ১০ উইকেটে তারা হারায় কিংস ইলেভেনকে। হোলকারের মত মাঠে  টসে জিতে প্রথমে বোলিং নেওয়ার সাহসিকতার ফল পেল কোহলি বাহিনী। পাঞ্জাবের হয়ে লোকেশ রাহুল ও ক্রীস গেইল শুরুটা ভাল করলেও পাওয়ার প্লেতে এই দুজনের উইকেট হারিয়ে চাঁপে পড়ে যায় অশ্বিনরা। তারপর থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে কিংস ইলেভেন। ১৫.১ ওভারে মাত্র ৮৮ রাল করে গুটিয়ে যায় পাঞ্জাবের ইনিংস। জবাবে ব্যট করতে নেমে মাত্র ৮.১ ওভারে বিরাট কোহলির ৪৮ রান আর পার্থিভ প্যাটেলের ৪০ রানের পার্টনারশিপের দরুন ১০ উইকেটে জয় পায় আরসিবি। এই ম্যাচ থেকে আরো একবার প্রমাণিত হল যে রাহুল আর ক্রীস গেইলের ওপর কতটা নির্ভরশীল কিংস ইলেভেন। এই ম্যাচের ফলাফলের পর লিগ টেবিলে কিছু পরিবর্তন ঘটেছে। ব্যাঙ্গালোরের স্থানে কোনো পরির্বতন না হলেও অনেক ফারাক এসেছে ওপরে থাকা দল গুলির। পাঞ্জাব চলে গেছে পঞ্চম স্থানে আর তাদের একমাত্র প্রতিদন্ধী কলকাতা চলে এসেছে তৃতীয় স্থানে। বুধবার কলকাতার বিরুদ্ধে ইডেনে খেলতে নামবে রাজস্থান। যদি এই ম্যাচে কলকাতা জয় পেতে পারে তাহলে কার্যত তৃতীয় স্থানটার দখল রাখতে পারবে তারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...