সোমবার ভর্তুকিহীন রেশন কার্ড করার জন্য ১০ নং ফর্ম প্রকাশ করল রাজ্য খাদ্য দফতর। খাদ্য দফতরের ওয়েবসাইটে ওই ফর্ম দেওয়া হয়েছে। আজ থেকে অনলাইনে আবেদন করা যাবে। যাঁদের ডিজিটাল রেশন কার্ড নেই, তাঁরাও ১০ নং ফর্মে আবেদন করতে পারবেন। ভর্তুকিহীন রেশন কার্ডটি কী আদলে হবে, তার নমুনাও খাদ্য দফতরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। কার্ডটি ছোট সাইজের ভোটার সচিত্র পরিচয়পত্রের মত হবে। এতে গ্রাহকদের পরিচয়ের সঙ্গে সঙ্গে রেশন ডিলারের নামও নথিবদ্ধ করা থাকবে।
রাজ্যে রেশন কার্ডের জন্য যে বিশেষ শিবির চালু হচ্ছে, সেখানে অন্য সব ফর্মের সঙ্গে ১০ নং ফর্ম ও জমা দেওয়া যাবে। যদি প্রয়োজন পড়ে, তাহলে খাদ্য দফতর থেকে পাঠানো ফর্ম জেলা প্ৰশাসনগুলি ছাপিয়ে নিতে পারবে। ডিজিটাল রেশনকার্ডের মাধ্যমে যাঁরা সরকারি ভর্তুকিতে খাদ্যসামগ্রী পাওয়ার সুবিধা পান, তাঁরাও ভর্তুকিহীন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পুরনো কাগজের রেশন কার্ড বা ডিজিটাল রেশন কার্ড থাকলে আবেদনকারীদের সেই কার্ডের নম্বর দিতে হবে এবং কার্ডের ফটোকপি সেই আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। সেই সঙ্গে দিতে হবে বয়সের প্রমাণপত্র ও ভোটার সচিত্র পরিচয়পত্রের ছবি। প্যান তথা আধার কার্ডের নম্বরও দিতে হবে।
যে সমস্ত আবেদনকারীরা ভর্তুকির খাদ্য পাওয়ার রেশন কার্ডের জন্য আবেদন করা সত্বেও আর্থিক অবস্থা ভালো বলে তা পাবেন না, তাঁদের কাছে ভর্তুকিহীন রেশন কার্ড পাঠিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে রাজ্য দফতর। উল্লেখ্য, এই ফর্মের মাধ্যমে লিখিতভাবে জানাতে হবে, আবেদনকারী রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে সরকারি ভর্তুকির খাদ্য চাইছেন না। তিনি চাইছেন ভর্তুকিহীন রেশন কার্ড। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে যে বিশেষ ক্যাম্প চলবে, সেখানে ভর্তুকিযুক্ত খাদ্যসামগ্রী পাওয়ার রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে। তবে সেই সুবিধা দেওয়ার জন্য আবেদনকারীর পারিবারিক অবস্থা খতিয়ে দেখা হবে।