ঢাকে কাঠি পড়তে বাকি আছে আর কয়েকটা মাস তারপরই পাল্টে যাবে গোটা কলকাতা শহরের চিত্রটা| আর বাংলা থেকে বিদেশে মা দুগ্গার মূর্তি বানিয়ে পাঠানোও এক চিরাচরিত ঘটনা| এবার হাওড়া থেকে ১০ ফুট দৈর্ঘের ফাইবারের দূর্গা মূর্তি পাড়ি দিচ্ছে সুদুর আয়ারল্যান্ড| আয়ারল্যান্ডের ডাবলিন নামক এক শহরের এক ক্লাবের উদ্দেশ্যে পাড়ি দেবে এই দূর্গা|যার শিল্পী স্বয়ং একজন আর্ট কলেজের ছাত্র| যিনি এতদিন কলকাতার বিভিন্ন মন্ডপে থিম শিল্পী হিসাবে কাজ করলেও এই প্র্থম মূর্তি গড়ার কাজ করছেন| চলছে শেষ মুহুর্তের তুলির টান| হাওড়ার পঞ্চাননতলার বৈষ্ণবপাড়ার এই মূর্তি গড়ার কাজ প্রায় শেষ| সব ঠিকঠাক থাকলে এই মূর্তি চলতি মাসের আগামী সপ্তাহের নির্ধারিত দিনেই পাড়ি দেবে বিদেশ| শিল্পী সৈকতবাবুকে এই কাজে সহযোগিতা করেছে আরো আটজন শিল্পী| এছাড়াও প্রতিমা বানানোর আগের পর্যায় থেকে প্রতিমা বিদেশে পৌছানোর পর তা কিভাবে বসানো হবে তার পুরো বিষয়টিই বৈদ্যুতিন মাধ্যমেই শিল্পীর উপস্থিতিতে করা হবে| পুরো বিষয়টি নিয়েই ভীষণ উৎসাহী শিল্পী|