কলকাতার শীতকালঃ শীতকাল মানেই একগুচ্ছ নস্ট্যালজিয়া

শুভজিৎ রায়চৌধুরী, হাজরা

 

ছোটবেলার শীতকালটা ছিল অন্যরকম। তখন শীতকাল মানেই বাবা-মার হাত ধরে বেরিয়ে পড়া; সে সার্কাস হোক, চিড়িয়াখানা হোক , পিকনিক হোক, যেখানেই হোক না কেন। সেই শীতকালটা যেন কোথায় হারিয়ে গ্যাছে।

sit-3

এখন যেভাবে শীত আসে সেটাও ভালো লাগে। ভীষণভাবে ভালো লাগে। যদিও খুব অন্যরকম কিন্তু ঋতু বদল শুরু হলই সেই পুরনো মনটা যেন বেরিয়ে পড়ে। অফিসের ছুটি সামলে বেরিয়ে পড়াটা সব সময় সম্ভব হয় না, তবুও একদিনের জন্য হোক চার-দিনের জন্য হোক একবার না একবার বেরিয়ে পড়ি। মনটা বেরিয়ে পড়তে চায়। এই বেরিয়ে যাওয়ার টানটার জন্য শীতকাল আমার কাছে খুব প্রিয়।

sit-2

শীতকাল মানে আমার কাছে বইমেলা। যদিও এবারে বইমেলাটা হচ্ছে না, তবুই আমার কাছে শীতকালের সিগনেচার বইমেলা। আগে ময়দানে হত, এখন সেন্ট্রালপার্ক। দু-তিনবার যাওয়া হতই। আলসে রোদটা গায়ে মেখে বইইয়ের গন্ধটা না পেলে ভালো লাগে না।

sit-4

কতরকম রঙে ধরা দেয় শীতকাল। শীতকাল মানে নলেন গুড়। শীতকাল মানে মোয়া। শীতকাল মানে আমার কাছে পাটিসাপটা।

আসলে যত যত কাল আছে ‘শীতকাল’ মনে হয় সবচেয়ে সেরা। ভীষণ ভীষণ প্রিয়। যতই বদলে যাক, তবু তার জন্য অপেক্ষাটা জেগেই থাকে।

sit-1

এটা শেয়ার করতে পারো

...

Loading...