প্রিয়া কুণ্ডু নন্দী, হাওড়া
প্রাপ্তি ও অপ্রাপ্তির দোলাচলে কালের আবর্তে মহাকালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। জীবনের প্রাপ্তি বিষয়টা বড় আপেক্ষিক। এক একজনের কাছে একেকরকম। বলা যেতে পারে, মহাবিশ্বের মতো। যা একান্ত ধরা ও সীমার বাইরে। তাই হাজার দুঃখ, বেদনা, আনন্দ সাফল্যকে ঘিরে আমাদের সকলেরই কিছু না কিছু স্মৃতি থাকে। তবে একথা সত্য নতুনের মধ্যেই নিহিত থাকে অমিত সম্ভাবনা। সে পথ ধরে আমরা যখন হাঁটতে শুরু করি পথ যেন পথপ্রদর্শক হয়ে দাঁড়ায়। কিন্তু অনেক সময় দেখি জীবন আমাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে। কখনও ভেঙে পড়ি, আবার কখনও সাফল্যের মুখ দেখি। সে সাফল্য যেন পরম তৃপ্তির মত লাগে। মনে হয় এটাই বোধহয় সেরা প্রাপ্তি। মনে প্রাণে বর্ষাহীন বাতাসে যখন শীতের শিরশিরানি হাওয়া বইতে থাকে মনে হয় যেন প্রাপ্তির সবটুকু সুখ বয়ে এনেছে। কখনও আবার আশাহীন জীবন মরুভূমির মতো দেখায়। যেখানে শুধু হতাশা গ্রাস করে, সাথে অসহায়ত্বের মাঝে টেনে আনে। তার নিশ্চিত সমাধানের উপায় অনেক সময় হাতে থাকে না। তবে মানুষের জীবনে বড়ো অপ্রাপ্তি হল মানুষ মানুষকে ভুল বোঝা। সে এক কষ্ট ও আড়ষ্টের ব্যাপার। কখনও চোখ ঝাপসা হয়ে ওঠে। রঙিন পৃথিবী মুহূর্তে ফিকে হয়ে দাঁড়ায়।
আমাদের সকলের প্রত্যেকটা দিন কাটে চাওয়া-পাওয়ার মধ্যে। আবার প্রত্যেক বছর কাটে পাওয়া না পাওয়ার মধ্যে। অনেকে আছেন হারানো বেদনা, মানুষ অনেকদিন মনে রাখে। কিন্তু তারপর সুখের সময় কারোর মধ্যে বেদনাগুলো বিলীন হয়ে যায়। সে বেদনা কেবলই গুড়িগুড়ি বৃষ্টির মতো ঝরতে থাকে। জীবনের খেরোর খাতায় লিখে রাখা নিজের প্রতি ভালোবাসার কিছু অক্ষর যা চিরকালীন ও চিরন্তন। বলা যেতে পারে যা একেবারে আত্মকেন্দ্রিক নয়। শুধুমাত্র নিজেকে জানা বা চেনার মধ্যে নিজেকে যাচাই করার শক্তি বাড়ায়। সেখান থেকে জন্ম নেয় দৃঢ় বিশ্বাস। যা নিজের মনোবলকে অটুট রাখে। এ মানুষের স্বাভাবিক ধর্ম। সময় ও কালের অবসরে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মেলাতে বসে একগুচ্ছ হতাশা ও ব্যর্থতা আসে।
দেখতে দেখতে ভোরের সূর্যোদয়ে বর্ষপরিক্রমায় শুরু হয় নতুন বছর। পুরানো বছরের সমস্ত ভুল শুধরে নতুন ভাবে নতুন আলোর দিশায় শুরু করা একমাত্র লক্ষ্য। আমরা সকলেই আশাবাদী। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ইচ্ছে আমাদের চিরকালের অভ্যেসের মধ্যে পড়ে। অনেক সময় স্বপ্ন বাস্তবে রূপ দেওয়াতে বিফল হই। তাই পুরানো যত না পাওয়ার গ্লানি মুছে নতুন বছরের কল্যাণ, অর্জন ও আশার মধ্যে পূরণ হোক সকলের প্রত্যাশা।