অসম্ভব নয় দ্বিতীয় অধ্যায়

মন্দিরা দাস, পার্কসার্কাস

 

প্রেম কি যার-তার সাথে করার জিনিস নাকি?  ভুল মানুষকে ভালোবাসলে পরিনাম তো ভুল হবেই।  আমাদের জীবনে হয়তো একধিক বার প্রেম আসে,  কিছু ভালবাসা একবার হয় এটা আমরা অনেকেই বলতে দেখি,  শুনি বা নিজেও বিশ্বাস করি, কিন্তু আমার মনে হয় ভালোবাসা জীবনে দ্বিতীয় বার আসেই।  প্রথম অধ্যায়ের শেষে দ্বিতীয় অধ্যায় হয়ে কেউ আসে, যাকে ভালোবাসতে ইচ্ছে করে। নতুন করে বাঁচতে ইচ্ছা করে। শীতে পর বসন্ত এসে যেমন শুকনো পাতা গুলো সরিয়ে মনোরম পরিবেশ সৃষ্টি করে ঠিক তেমনি একটা মানুষের জীবনেও ঘটতে পারে।

mondira

একটা ঘটনা শেয়ার করছি। আমার এক কাছের মানুষের সঙ্গে ঘটেছে। ওর নাম ছিল অয়ন আর তার স্ত্রীয়ের নাম ইরা।  লাভ ম্যারেজ ছিল ওদের। জীবন আর দিন ভালই কাটছিল ওদের। কিন্তু হঠাৎ করেই ইরা অসুস্থ হয়ে পড়ল। ব্রেন টিউমার!  একদম শেষে এসে ধরা পড়ল। তখন প্রায় কিছুই আর করার নেই। ইরাকে বাঁচাতে পারেনি অয়ন। কিন্তু আশ্চর্যের ব্যাপার ইরার মৃত্যুতে অয়নকে কেউ কাঁদতে দেখেনি । ঠিক তার তিন বছর পর ওর জীবনে দ্বিতীয় অধ্যায় হয়ে এল কলি। অয়ন দ্বিতীয় অধ্যায় শুরু করতে না চাইলেও। বসন্ত আবার ওর জীবনে ফিরে এসেছিল। জীবনকে রঙিন করে তুলতে।  

এখন বেশ ভালো আছে অয়ন আর কলি। অয়ন ইরাকে ভুলতে পারেনি। হয়ত পারবেও না। কিন্তু এখন কলিকেও সে নতুন করে ভালোবাসতে শুরু করেছে। কাউকে ভালোবাসা যখন অসম্ভব মনে হয় তখনই ঠিক কেউ চলে আসে জীবনে। দ্বিতীয় অধ্যায় হয়ে...

এটা শেয়ার করতে পারো

...

Loading...