ইন্দ্রাণী দে, এন্টালি
আমাদের সবসময় নিজেদের ভালোবাসতে হবে। আমাদের যেসব জিনিস স্বপ্ন দেখতে শেখায় তাদের নিয়ে এগিয়ে যেতে হবে। হারিয়ে গেলেও সেগুলোকে আবার লড়াই করে ফিরিয়ে আনতে হবে আমাদের জীবনে।
আমার জীবনে সেই জিনিসটি হল আবৃত্তি। সময়টা ২০২০। তখন লকডাউন চলছে। স্কুল বন্ধ হঠাৎ করেই। হাতে সময় ফাঁকা থাকাতে অন্যতম ভালোবাসার যে জিনিসটি হারিয়ে গিয়েছিল তাকে নতুন ভাবে ফিরে পাবার চেষ্টা করলাম। আর সেটি হল আবৃত্তি। হ্যাঁ, ছোটো থেকেই আবৃত্তি করতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির চাপে তা ছাড়তে হয়। তবে আবারও তাকে নতুনভাবে ফিরে পেতে চাইলাম। শুরু হল সোশ্যাল মিডিয়াতে আবৃত্তির ভিডিয়ো আপলোড করা। আবৃত্তি চর্চা। আবার শুরু করে কাছের মানুষদের ভালোবাসাও পেয়েছি অনেক। এই আবৃত্তি নিয়ে আরও পথ চলতে হবে আমাকে।
হ্যাঁ, মানুষগুলো হয়তো ছেড়ে যায়, কিন্তু আমাদের প্যাশন স্বপ্নগুলো নয়, তাই আমাদের উচিত আমাদের স্বপ্নগুলোর পেছনে ছোটা, তাকে পাবার জন্য লড়াই করা আর দিনশেষে নিজেকে ভালোবাসা...