স্যার শিখিয়েছিলেন ‘অংক হল মজার খেলা’

জয়দীপ চক্রবর্তী,

অধ্যাপক, নগর কলেজ মুর্শিদাবাদ

 

নিজের জীবনের সমস্ত শিক্ষককেই আমি সশ্রদ্ধ প্রণাম জানাই যাঁরা আমাকে জীবনে পথ দেখিয়েছেন। তবু তারই মধ্যে দুজনের কথা না বললেই নয়। প্রথমজন আমার অংকের শিক্ষক স্বর্গত বরেনবাবু। তাঁর হাত ধরেই আমার অংককে ভালোবাসতে শেখা। স্যার শিখিয়েছিলেন অংক হল মজার খেলা, অনেকটা লুকোচুরির মতো। তাই আজও অংকের প্রতি সেই ভালোবাসা থেকে ছাত্রছাত্রীদের মধ্যে সেই প্রেমের বীজ বুনে দেওয়ার চেষ্টা করি।

 

আমার জীবনে আর এক শিক্ষকের অবদান ভোলার নয়। তিনি ইতিহাসের বিষ্ণুবাবু। অনেকের মত আমারও ধারণা ছিল ইতিহাস একটি অত্যন্ত নিরস বিষয় যার মূল মন্ত্র হল মুখস্থ বিদ্যা। বিষ্ণুবাবু প্রথম শেখালেন ইতিহাসে লাগে যুক্তি, লাগে প্রমাণ, লাগে অনুমান ও কল্পনা।

 

তাঁর অসাধারণ শিক্ষণশৈলী আমাকে আকৃষ্ট করেছিল ইতিহাসের দিকে। বিশেষ করে প্রাচীন ভারতের ইতিহাস এবং মোগল আমলের প্রতি। বিষ্ণুবাবু বলতেন, “ইতিহাস তো গল্প...”

 

সেই গল্পেরই চর্চা করে চলেছি আজও, প্রতি দিন। পেশাগতভাবে অংকের শিক্ষক হয়েও। আজ অধ্যাপক জীবনে বিশ বছর পার করে এসে যখন শিক্ষক দিবসের অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীরা তাদের ভালোবাসা-শ্রদ্ধা উজাড় করে দেয়, তখন মনে হয় এই একটি দিনের প্রতীক্ষায় হাজার বছর পথ হাঁটা যায়। এই শ্রদ্ধা ভালোবাসাটুকু পাওয়ার জন্য নতুন করে জন্মানো যায় ‘শিক্ষক’ হয়ে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...