একসাথে মিলেমিশে আনন্দ বাড়িতেই

স্বরলিপি বড়ুয়া, তিলজলা  

কালী পুজো আর দেওয়ালি হাত ধরাধরা করে আসে। দুর্গাপুজোর রেশটা রয়ে যায় কালীপুজো অবধি। ঘুরতে-বেড়াতে যাওয়া, ঠাকুর দেখা, মজা করা কত কিছু অপেক্ষা করে থাকে। আগের বছর যেমন বাড়িতে বাড়িতে আলো, বাজি, আনন্দ সব কিছু একসাথে হয়েছিল এবছরটা তার তুলনায় একটু কম যাবে এই বছরটা। করোনার আতঙ্কের জন্য। সংক্রমন, অসুস্থতার ভয়ের কারণে হয়ত আমরা বাজি ফাটাতে পারব না, হয়ত আগের মতো করে আনন্দ করার পরিসরটা এবছর ছোট হয়ে গিয়েছে। বাইরে ঘোরা, প্যান্ডেল হপিং-এর সুযোগ নেই।

Read Also :  গ্রামের এই সরল মহিলা কাঁথা সেলাই করতে করতেই রহস্যের সমাধান করেছিলেন

dewali-1 তবে আনন্দ করার উপায় আমরা ঠিকই খুঁজে নেব অন্যভাবে। সেটা হবে বাড়িতে। নিজেদের ঘরে, ছাদে কিংবা বারান্দায়। পরিবার, বন্ধু, আত্মীয় সকলের সঙ্গে। আমাদের না হয় মানা আছে বাজিতে, কিন্তু আলোর উচ্ছ্বাসে সামিল হতে তো মানা নেই।

dewali-2

এবারের উৎসব দায়িত্ববোধ আর ভালো থাকার উৎসব। আমরা নিজেরাও ভালো থাকব, মানুষকেও ভালো রাখব।

আমরা বাজি পোড়াব না। কোনওরকম পলিউশন করব না। ভিড়, জমায়েতে যাব না। এমন কিছুই করব না, যাতে করোনার সংক্রমন বাড়ার সম্ভাবনা থাকতে পারে।

dewali-3সবাই মিলে এবছরটা একটু অন্যরকমভাবে দীপাবলিটা সেলিব্রেট করব এবার। একসাথে মিলেমিশে বাড়িতে বসে আনন্দ করব। যে মজাগুলো হল না, সেগুলো তোলা থাক। পরের বছর সেলিব্রেশন ভয়ডর ছাড়াই । বেঁচে থাক সে আশাটাই!

     

এটা শেয়ার করতে পারো

...

Loading...