মৌমিতা সিং
পানাগড়, বর্ধমান
বাঙালির বারো মাসে তেরো পার্বণের সূচনাও হয়ে যায় পয়লা বৈশাখ থেকেই। বাঙালির জীবনে এই দিনটির আবেগ ও ঐতিহ্য ভরপুর । কেউ গঙ্গাস্নান করে, কেউ মন্দিরে পুজো দিয়ে, কেউ আবার পরিবার বন্ধুবান্ধব নিয়ে দেদার খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে উদযাপন করেন দিনটি।
আমার কাছে খুবই স্পেশাল একটা দিন, ছোট বেলায় সকাল সকাল উঠে স্নান করে নতুন জামা পরে, বাড়ির পুজোয় অংশ গ্রহণ করা। পুজো শেষে প্রসাদের বাটি নিয়ে বসে পড়া। বিকেল গড়াতেই না গড়াতেই বাবার সাইকেলে বসে হালখাতা খুলতে যেতাম বড় বড় মিষ্টির প্যাকেট ও ক্যালেন্ডার নিয়ে বাড়ি ফিরতাম। ফিরেই ক্যালেন্ডার এ কোন ঠাকুরের ছবি আছে, ঘরের কোথায় ক্যালেন্ডার থাকবে তাই নিয়ে ব্যস্ত থাকতাম। মিষ্টির প্যাকেটে কোন কোন মিষ্টি আছে, আমার কোনও পছন্দের মিষ্টি আছে কিনা এই নিয়েই দিনটি পেরিয়ে যেত বেশ।
এখন দিনটা একটু আলাদা ভাবেই কাটে, সকাল বেলাটা পরিবারের সাথে খুবই হইহুল্লোড় ভাবে পেরিয়ে যায়। সন্ধে বেলায় বন্ধু -বান্ধবীরদের সাথে খাওয়া দাওয়া, ঘোরা, গল্প -গুজব করে বেশ কেটে যায় নতুন দিনটা। আর এই নতুন দিনে একটাই আসা রাখি এই দিনটার মতো বছরের প্রতিটা দিন যেন সুন্দর ভাবে কেটে যায়।