আসুন এই লক্ষ্মী পুজোয় লক্ষ্মীর রূপ নয়, গুণের আরাধনা করি

Ananya Banerjee

 

ছোটবেলা থেকেই কোজাগরী লক্ষ্মী পুজো বা বলা ভাল লক্ষ্মী ঠাকুরের প্রতি আমার এক অন্য ভাললাগা আছে। ছিমছাম ছোটখাটো মূর্তি। জাঁকজমক, আড়ম্বরের তেজ নেই। ছিমছাম ঘরোয়া ব্যাপার। নিজের মত দুটো ফল কেটে, একপাতা পাঁচালী পড়লেই পুজো সম্পন্ন হয়ে যায়। দেবী আর ভক্ত দুজনেই খুশি।

 এই ভাললাগার আরও একটা কারণ আছে। একমাত্র এই ঠাকুরেরই কোনও লিঙ্গ বৈষম্য হয়না। ভাবছেন কী সব বলছি!

একবার ভেবে দেখুন কোনও মা দুর্গা বা কালীর মত ছেলে চায়? কিংবা ভোলা মহেশ্বরের মত মেয়ে? চায়না তো?

 কিন্তু সব বাবা-মা 'লক্ষ্মী ছেলে' অথবা 'লক্ষ্মী মেয়ে' কামনা করে। কারণ মানতে অসুবিধা হলেও গোটা পৃথিবী আজও এই 'লক্ষ্মী' শব্দের কদর করে। লক্ষ্মী শুধুমাত্র রূপের বর্ণনা নয়, লক্ষ্মী গুণ বা চরিত্রের বর্ণনাও বটে।

740b3355-8fde-4af9-b877-ad9dab7e6914 (1)

 আচ্ছা, কাকে বলে লক্ষ্মী মেয়ে বা লক্ষ্মী ছেলে?

একটু ধীর স্থির যারা, শুধুই কি তাদের? না। এই লক্ষ্মী হওয়ার পেছনে থাকে নিবিড় একাগ্রতা। অনেকটা সাধনা। নিজেকে উজাড় করে দিয়েও দিয়েও পিছনের সারিতে থাকার প্রবণতা থাকে এদের মধ্যে। ঘরে ভাতের থালায় কে বড় মাছ খেলো এই নিয়ে বিপ্লব ঘটানোর মধ্যে যে কোনও বীরত্ব নেই এই মানুষগুলো সেটা বোঝে। ভালোবেসে পরিবারের অন্য সদস্যদের পাতে মাছের বড় টুকরোটা তুলে দিলে তবেই এদের শান্তি। সবাইকে আগলে রাখার মধ্যে এরা স্ব-অর্থ খুঁজে পায়। সহাস্য আচরণের মধ্যে খুঁজে নেয় যুক্তি। দিনান্তে এই আচরণের কদর করবে দুনিয়া। কার্যসিদ্ধি ও হয় এইভাবেই।

মানুষ ভুলে যায় কমবেশী শক্তি সবারই আছে। আমি শক্তি প্রদর্শন করলে উল্টো দিকের মানুষটাও চুপ করে থাকবে না। চারিদিকে জয়জয়কার কিন্তু শেষমেশ ওই লক্ষ্মী ছেলে মেয়েগুলোরই হয়।

আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দেখি অনেকে লেখেন "আমার লক্ষ্মী মেয়ে চাইনা। কালীর মত মেয়ে চাই, যে অন্যায়ের প্রতিবাদ করতে জানবে".... আরে, তার মানে শুধু চামুণ্ডা রূপ ধারণ করলেই অন্যায়ের প্রতিবাদ করা যায়? লক্ষ্মী মেয়েরা পারে না? পারে পারে, সব পারে…

 ধৈর্য্য, স্থৈর্য দিয়েও অনেক যুদ্ধ জেতা যায়। একটু নিজের জায়গা ছাড়তে জানতে হয়। তাতে লাভ বৈ লোকসান হয়না।

দুর্গা, কালি, লক্ষ্মী একই মায়ের (পড়ুন মানুষের) বিভিন্ন রূপ। ঘরে ঘরে আমরা আমাদের মাঝে এরকম লক্ষ্মী ছেলে মেয়ে পাই। শুধুমাত্র মেয়েরাই লক্ষ্মী হয়না। যে লোকটা বাজার করছে প্রচন্ড দরদাম করে সেই আবার নিজের ভাগের টুকরো টা ছেলেমেয়েকে খাইয়ে দিচ্ছে। এটাও লক্ষ্মীর আরেক রূপ।

আসুন  এই লক্ষ্মী পুজোয় লক্ষ্মীর রূপ বাদ দিয়ে গুণের আরাধনা করি। লক্ষ্মীর মতো গুণ পাওয়া সত্যিই ভাগ্যের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...