আমার দীপাবলিঃ কালীপুজোর আনন্দ এবার বড়িতেই

পৃথা বড়ুয়া, তিলজলা

‘কালীপুজো’ বললেই এখন চলে যাওয়া বছরগুলোর পুজোর কথা মনে পড়ছে। গত বছর মামা বাড়িতে কত আনন্দ করলাম। সন্ধে থেকে রাত পর্যন্ত বাজি ফাটানো, ঠাকুর দেখা কত কী!

dipabali-1

বাড়ির কাছেই কালীপুজোর মেলা হত সেখানেও যেতাম। বারাসাতের ‘ফেমাস’ ঠাকুরগুলো দেখতে গিয়েছিলাম বাড়ির সবাই মিলে। প্যান্ডেল হপিং চলেছিল হইহই করে।

এবছর সবই অন্যরকম। কালীপুজো এসে পড়ল কিন্তু আমাদের প্যান্ডেল হপিং- এর ম্যাপ রেডির তাড়া নেই। আসলে এবারের প্ল্যান যে শুরু থেকেই আলাদা। ভিড় এড়াতে হবে তাই লিস্ট থেকে বাদ পড়েছে বাইরে ঘোরার প্ল্যান। এবার পুজোর আনন্দ বাড়িতেই।

dipabali-2

সবাই খুব ‘রেস্ট্রিকশন’র মধ্যে আছি। তাই পুজোর ভিড়ে বাইরে বেরনো মানা। বাড়ি সাজিয়েছি আলো দিয়ে। বন্ধু, ভাই-বোন, দাদা-দিদিরা সবাই বাড়িতেই আসবে।

সবাই মিলে বাড়িতেই জমবে আড্ডা। খাওয়াদাওয়া-গান-সিনেমা সব মিলিয়ে যতটা সম্ভব পুষিয়ে নেওয়া আর কি, যাতে বাইরে বেরতে না পারার মনখারাপটা এতটুকু ছুঁতে না পারে।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...