একটা কণায়, একটা নিমেষ। একটা মুহূর্ত। ছুঁতে পারলেই অনন্তকাল স্থির হয়ে যায় সেখানে। ধরে রাখা যায় সময়। জন্ম নেয় ইতিহাস। একটা ফ্রেম, একটা ক্লিক, একটা মুহূর্ত। হাজার এক না বলা কথা বলে হয় যায় তাতেই। ছবির মর্মকথা আর কী-ই বা হতে পারে।
বলা আর না বলার মাঝে সেতুবন্ধনকারী বন্ধু ‘ছবি’। সেই জন্যই ছবি আমাদের কাছে প্রতিদিনের। জলের মতো জরুরী। জিয়ো বাংলার পেজে ছবি আপনারা সেভাবেই দেখে থাকেন। আপনাদের বিচারে সেরা ফটোগ্রাফ আজ আবার ফিরিয়ে আনলাম আমরা। বিশ্ব ফটোগ্রাফি দিবসে’র বিশেষ নিবেদন।
মূহুর্তরা ধরা থাক চিরকালের হয়ে।