অভাব ছিল রঙ-তুলির

ছোট থেকেই আঁকায় ঝোঁক ছিল। কিন্তু নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে হলে যা হয়। অভাব ছিল রং-তুলির। তবে আমি থেমে থাকিনি। যেভাবেই হোক ঠিক জোগাড় করে ফেলতাম রং-তুলি-কলম-পেন্সিল।
যত বড় হতে থাকলাম, তত বড় হতে থাকল স্বপ্নটা। স্বপ্ন দেখতাম আর্ট কলেজে ভর্তি হব।
এক শিল্পী বন্ধুর সহযোগিতায় পাড়ি দিলাম আর এক স্বপ্নের ভুবনে। শান্তিনিকেতন। কলাভবন। আমার রং দুনিয়ার মনের মত ঠাঁই।
কলা ভবনে টেক্সটাইল ডিপার্টমেন্টে ভর্তি হলাম। কিন্তু ডিজাইনের ক্লাসে যেন ঠিক শান্তি পেতাম না।
কলকাতায় এসে শুরু করলাম ছবি আঁকা। প্রদর্শনীও করলাম।
একটা সময় জীবনে দায়িত্ব বাড়ল। বাবা-মা-সংসার। ত্রিপুরায় একটা ছোট্ট জায়গায় বসে কমার্শিয়াল আর্ট করতে শুরু করলাম। রোজগারপাতিও ভালই হত। কিন্তু মনের মধ্যে কীসের যেন একটা খচখচানি। শান্তি নেই-শান্তি নেই ভাবটা পিছু ছাড়ত না কিছুতেই।
আবার শুরু করলাম ছবি আঁকা। বিদেশের মাটিতে প্রদর্শনীও হল। চালিয়ে যাচ্ছি। চেষ্টা করছি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...