ইংল্যান্ডের মাটিতে ভারত

সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ। স্বদেশের থেকে বিদেশে ভারতের পার্ফরম্যান্স সবসময় আলাদা মাত্রা রাখে।  ক্রীড়াবিদ আর বিশেষজ্ঞদের চোখ থাকে ঘরের বাইরে একটি দল কেমন খেলছে। তার কারন একটি ভালো দলের গুনাগুন বাইরের  মাটিতে বেশী প্রকাশ পায়। তবে ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলের এমন অনেক টপক্লাস খেলোয়াড় আছে যারা ব্যাট হাতে চমক লাগিয়ে দিয়েছিল। সেই ক্লাসি ব্যাটসম্যানের তালিকা দেওয়া হল।

 

#. এমএস ধোনি – শত রান না পেলেও ২০০৭ সালে লর্ডসে ক্যাপটেন কুলের অপরাজিত ৭৬ রানের ইনিংসের ওপর ভর করে জয় পেয়েছিল ভারত।

#. এমএস ধোনি – শত রান না পেলেও ২০০৭ সালে লর্ডসে ক্যাপটেন কুলের অপরাজিত ৭৬ রানের ইনিংসের ওপর ভর করে জয় পেয়েছিল ভারত।

#. অজিঙ্কা রাহানে - ২০১৪ সালে লর্ডসে অজিঙ্কা রাহানের ১৫৪ বলে ১০৩ রান করে যা পরবর্তী সময় ভারতের জন্য খুব লাভজনক প্রমানিত হয়।

#. অজিঙ্কা রাহানে -  ২০১৪ সালে লর্ডসে অজিঙ্কা রাহানের ১৫৪ বলে ১০৩ রান করে যা পরবর্তী সময় ভারতের জন্য খুব লাভজনক প্রমানিত হয়।

#. সৌরভ গাঙ্গুলি – ১৯৯৬ সালে লর্ডস-এ দ্রাবিড়ের সাথে দাদার ১৩১ রানের ইনিংসের জেরে ভারত ৪২৯ রান করে। বিনোদ কাম্বলির পরিবর্তে সৌরভ গাঙ্গুলির উপস্থিতি ফলপ্রশু হয় ভারতের।

#. সৌরভ গাঙ্গুলি – ১৯৯৬ সালে লর্ডস-এ দ্রাবিড়ের সাথে দাদার ১৩১ রানের ইনিংসের জেরে ভারত ৪২৯ রান করে। বিনোদ কাম্বলির পরিবর্তে সৌরভ গাঙ্গুলির উপস্থিতি ফলপ্রশু হয় ভারতের।

#. শচীন তেন্দুলকার – ১৯৯৬ সালে ইংল্যান্ডের এজব্যাস্টনে ‘মাস্টার ব্লাস্টারের’ ১২২ রানের অনবদ্য ইনিংসের জেরে ভারত ইনিংস ডিফিটের হাত থেকে বাঁচে।

#. শচীন তেন্দুলকার – ১৯৯৬ সালে ইংল্যান্ডের এজব্যাস্টনে ‘মাস্টার ব্লাস্টারের’  ১২২ রানের অনবদ্য ইনিংসের জেরে ভারত ইনিংস ডিফিটের হাত থেকে বাঁচে।

#. রাহুল দ্রাবিড় – ২০০২ সালে হেডিংলেতে ভারতের ‘মিস্টার ডিপেন্ডেবিল’-র ১৪৮ রানের ইনিংসের দৌলতে সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে টেস্টে জয় পায় ভারত।

#. রাহুল দ্রাবিড় – ২০০২ সালে হেডিংলেতে ভারতের ‘মিস্টার ডিপেন্ডেবিল’-র ১৪৮ রানের ইনিংসের দৌলতে সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে টেস্টে জয় পায় ভারত।

#. দিলীপ ভেঙসরকার – ১৯৮৬ সালে হেডিংলেতে দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেণ তিনি। তার ব্যাটের ওপর ভর করে ৪০৮ রান কোরে টেস্ট জেতে ভারত।

#. দিলীপ ভেঙসরকার – ১৯৮৬ সালে হেডিংলেতে দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেণ তিনি। তার ব্যাটের ওপর ভর করে ৪০৮ রান কোরে টেস্ট জেতে ভারত।

#. ভিনু মানকাড় – ১৯৫২ সালে লর্ডেসের মাটিতে ১৮৪ রান করেন তিনি। ভারতের ২৫ ঘন্টার ইনিংসের মধ্যে ১৯ ঘন্টা ক্রিজে ছিলেন তিনি।

#. ভিনু মানকাড় – ১৯৫২ সালে লর্ডেসের মাটিতে ১৮৪ রান করেন তিনি। ভারতের ২৫ ঘন্টার ইনিংসের মধ্যে ১৯ ঘন্টা ক্রিজে ছিলেন তিনি।

#. সুনীল গাভাস্কার – ১৯৭৯ সালে ইংল্যান্ডের ওভালে ২২১ রান করেন তিনি। ম্যাচটি নিঃসন্দেহে ভারত জয় পেতে পারত কিন্তু বাকি ব্যাটসম্যানদের খারাপ পার্ফরম্যান্সের ফলে ড্র করে ইন্ডিয়া।

#. সুনীল গাভাস্কার – ১৯৭৯ সালে ইংল্যান্ডের ওভালে ২২১ রান করেন তিনি। ম্যাচটি নিঃসন্দেহে ভারত জয় পেতে পারত কিন্তু বাকি ব্যাটসম্যানদের খারাপ পার্ফরম্যান্সের  ফলে ড্র করে ইন্ডিয়া।

#. মানসুরআলি খান পতাউদি – ১৯৬৭ সালে ইংল্যান্ডের হেডিংলের মাঠে ১৪৮ রান পান তিনি, যার ফলে ভারত ইনিংস ডিফিট বাঁচায়।

#. মানসুরআলি খান পতাউদি – ১৯৬৭ সালে ইংল্যান্ডের হেডিংলের মাঠে ১৪৮ রান পান তিনি, যার ফলে ভারত ইনিংস ডিফিট বাঁচায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...