আর কিছুদিনের অপেক্ষা শুরু হতে চলেছে বিশ্বকাপ যেখানে দেখা যাবে বিশ্বের মহারথী ফুটবলারদের, বিশ্বের সেরা ৩২টি দেশের তারকা খেলোয়াড়দের| কিন্তু এরই মধ্যে এমনও কিছু ফুটবলার আছে যাদের দেখা যাবে না এই বিশ্বকাপে, কিছু কারণবশত যারা তাদের প্রথম ২৩শে জায়গা করে নিতে পারেনি|
১) আলভারো মোরাতা- স্পেনের কোচ লোপেতেগুই মোরাতাকে স্পেন দলের প্রথম ২৩শে রাখেননি| লীগে মোরাতার ১১টি গোল থাকা সত্তেও| অবশ্য কোচ লোপেতেগুই মোরাতার বর্তমান ফর্মের জন্যই তাকে বাদ দিয়েছেন এমনটাই জানা গেছে|
২) মারিও গতজে- জার্মানির এই ফুটবলারের ফর্ম না থাকার জন্য তাকে ব্রায়ান মিউনিক থেকে ছেড়ে দেওয়া হয় বর্তমানে তিনি আরেকটি জার্মান ক্লাবে খেলেন| ফর্ম কিছুটা উন্নতি হলেও তিনি মেডিকালি ফিট নন বলেই তাকে দলে রাখেননী কোচ জোয়াকিম লো|
৩) জো হার্ট- কোচ গারেথ সাউথগেট ইংলান্ডের প্রথম ২৩ জনের দলে রাখেননী ওয়েস্ট-হ্যাম এর এই গোলকিপারকে| কারণ তার ফর্ম না অন্য কিছু তা খোলসা করে কিছু জানা যায়নি|
৪) ডেভিড লুইজ- চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার দরুন চেলসির হয়ে না খেলা এবং ধারাবাহিকতা না থাকায় বাদ যাচ্ছেন এই ব্রাজিলীয় তারকা|
৫) মাউরো ইকার্ডি- আর্জেন্টিনার এই ফুটবলারের তার ক্লাব ইন্টার মিলানের হয়ে ২৯টি গোল থাকা সত্বেও জাতীয় দলে জায়গা হল না এই ফরওয়ার্ডের| তাকে ২৩ জনের দলে রাখেননী কোচ জোর্গে সাম্পোলি|