চায়ের দোকানের সুলুক সন্ধান

অতিথি আপ্যায়ন হোক বা বন্ধুদের সাথে আড্ডা,কিংবা সকাল সন্ধ্যার হ্যাংওভার কাটাতে আপনার লাগবেই লাগবে| ভাবছেন কি?চায়ের কথা বলছি|এই বিদেশী পানীয় তো আপন করে নিয়েছে গোটা বাঙালি দুনিয়া,যা ছাড়া আমরা এক মুহূর্ত ও ভাবতে পারি না| তাই চায়ের প্রেমেই মগ্ন গোটা বাঙালি সমাজ| এবার শহরের বেশ কিছু চায়ের দোকানের সন্ধান দেব আপনাদের,

8. বাঁধাঘাটের ঠিক বিপরীতেই বহুপুরানো আরেকটি চায়ের দোকান

বাঁধাঘাটের ঠিক বিপরীতেই বহুপুরানো আরেকটি চায়ের দোকান

7. বাঁধাঘাটের ঠিক বিপরীতেই বহুপুরানো আরেকটি চায়ের দোকান

বাঁধাঘাটের ঠিক বিপরীতেই বহুপুরানো আরেকটি চায়ের দোকান
বাঁধাঘাটের ঠিক বিপরীতেই বহুপুরানো আরেকটি চায়ের দোকান|সেখানেও আপনি পাবেন মন সতেজ করার মতন চা |এই দোকানেও আপনি পাবেন লস্যি ও বিভিন্ন মুখরোচক, অর্থাত এককথায় চা র সাথে ‘টা|’

6. সালকিয়া মোড়ের চায়ের দোকান

সালকিয়া মোড়ের চায়ের দোকান
আপনি যদি হন হাওড়াবাসী তাহলে আপনি অবশ্যই যেতে পারেন সালকিয়া মোড়ের চায়ের দোকানে| বাঁধাঘাট সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের ঠিক বিপরীতে আপনি পাবেন বহুপুরানো এই দোকানটি|এখানকার বিশেষত্ব মালাই চা, মালাই ব্রেড ও লস্যি|

5. বলবন্ত সিং ধাবা

বলবন্ত সিং ধাবা
বলবন্ত সিং ধাবা, রাসবিহারীতে কালিঘাটের অদূরে এই ধাবা|এখানের কেশর চা বিখ্যাত| এছাড়াও এই দোকানের ‘দুধ কোলা’ও আপনি একবার খেয়ে দেখতেই পারেন|

4. চিত্ত দার চায়ের দোকান

চিত্ত দার চায়ের দোকান
রসনা তৃপ্তির জন্য এমনিতেই বহুপুরানো ডেকার্স লেন বিখ্যাত|কিন্তু ডেকার্স লেন খ্যাত চায়ের দোকান মানেই চিত্ত দার চায়ের দোকান|বিগত ৪০ বছর ধরে চিত্ত দার চায়ের দোকান সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে|

3. হরিদার চায়ের দোকান

হরিদার চায়ের দোকান
এরপর আপনি অবশ্যই যেতে পারেন নন্দনের পাশে হরিদার চায়ের দোকানে|যদি সিনেমা বা নাটক দেখার পর আপনি যদি চান সস্তায় মন ভরাতে তাহলে আপনি অবশ্যই এই দোকানের চা খেতে পারেন|দাম ৫ ও ১০ টাকা মাত্র|

2. চকলেট চা

চকলেট চা
এরপর আসা যাক কলকাতার বিখ্যাত চকলেট চায়ের কথায় | রবীন্দ্র সরোবর মেট্রোর ৬নং গেটের কাছে তৃপ্তি নামক চায়ের দোকানে আপনি পাবেন চকলেট চা| আমরা তো সকলেই অল্পবিস্তর ক্যাফেটেরিয়ায় চকলেট কফি খেয়েছি,কিন্তু এবার এই চকলেট সস ও চকলেট চিপসে অভিনবত্বে ভরপুর চকলেট চা খেতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে রবীন্দ্র সরোবরে| দাম সাধ ও সাধ্যের মধ্যেই| ছোট চা প্রতি কাপ ২৫ টাকা বড় চা প্রতি কাপ ৪০ টাকা|

1. কফিহাউস

কফিহাউস
প্রথমে আসা যাক কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী ও পুরানো কফি হাউসের কথায় যাকে ঘিরে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস,নস্টালজিয়া,ও অনেক গুনিজনের কথা| মূলত কলেজস্ট্রীটের কফিহাউস কলেজ পড়ুয়া থেকে শুরু করে চাকুরিজীবি বা অন্যদিকে নস্টালজিক মানুষের এক অন্যতম ডেস্টিনেশন বলা চলে| তুমুল তর্ক ও আড্ডার মধ্যে কফিহাউসের ইনফিউশন অন্যতম, এ ছাড়াও আছে বিভিন্ন খাবার দাবার| যে কথা উল্লেখ না করলেই নয় তা হল বহুগুনিজনের পা পড়েছে এই কফিহাউসে|দেশপ্রেমিক নেতাজি সুভাষ বসু থেকে শুরু কবি সুনীল গঙ্গোপাধ্যায় , কিংবদন্তি শিল্পী মান্না দে সকলের পদধুলি পড়েছে এখানে,এমনকি শিল্পীর ‘কফি হাউসের আড্ডা’ এই গানটা তো গোটা বাঙালি উপজাতির পছন্দের, যা আষ্টেপৃষ্টে বেঁধে রয়েছে আমাদের|

এটা শেয়ার করতে পারো

...

Loading...