গ্রীষ্মের ক্যালাইডোস্কোপ

এই গ্রীষ্মের দাবদাহে কেমন আছে আমাদের কলকাতা?

মনে পড়ে সে সব দিন... জানলার পাশে দুপুরের খামোখা খেয়ালে

মনে পড়ে সে সব দিন... জানলার পাশে দুপুরের খামোখা খেয়ালে

প্রখর রোদে পথচলার শেষে একটু ঠাণ্ডাই পেলে জমে যায়!

প্রখর রোদে পথচলার শেষে একটু ঠাণ্ডাই পেলে জমে যায়!

এই গ্রীষ্মে যত না বলা কথা, আজ পথে নেমেছে… আশ্রয়ের মিছিলে।

এই গ্রীষ্মে যত না বলা কথা, আজ পথে নেমেছে… আশ্রয়ের মিছিলে।

গরম বলে কী প্রকৃতি সাজতে পারে না! #জারুল

গরম বলে কী প্রকৃতি সাজতে পারে না! #জারুল

এই গ্রীষ্মে প্রকৃতি সেজেছে, জারুলের সৌন্দর্যে…

এই গ্রীষ্মে প্রকৃতি সেজেছে, জারুলের সৌন্দর্যে…

এবার কৃষ্ণচূড়ার আলো, আমাদের স্বপ্নে রাঙানো…

এবার কৃষ্ণচূড়ার আলো, আমাদের স্বপ্নে রাঙানো…

এই গ্রীষ্মে এসি-র হাওয়া নয়, বয়ে যাক কালবৈশাখী রাজপথে।

এই গ্রীষ্মে এসি-র হাওয়া নয়, বয়ে যাক কালবৈশাখী  রাজপথে।

গ্রীষ্মের দুপুর আর একটা কুলফি

গ্রীষ্মের দুপুর আর একটা কুলফি

কিছু প্রতিশ্রুতির দায়… এই গ্রীষ্মে পথে আশ্রয় খুঁজেছে অসহায়।

কিছু প্রতিশ্রুতির দায়… এই গ্রীষ্মে পথে আশ্রয় খুঁজেছে অসহায়।

পাশের বাড়ির বাগান থেকে উড়ে আসছে কাঁচা-মিঠের গন্ধ...আর কী মন বসে ঘরে!

পাশের বাড়ির বাগান থেকে উড়ে আসছে কাঁচা-মিঠের গন্ধ...আর কী মন বসে ঘরে!

গরমের শান্তি, লাল রঙে দিলখুশ গ্রীষ্মের মরশুমে, শুধু চাই তরমুজ?

গরমের শান্তি, লাল রঙে দিলখুশ গ্রীষ্মের মরশুমে, শুধু চাই তরমুজ?

এটা শেয়ার করতে পারো

...

Loading...