একেবারে সোজাসুজি বকখালি যাবার মতো কোনো ব্যবস্থা নেই। শিয়ালদাহ স্টেশন থেকে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশন নামতে হয়, প্রায় ৩ ঘন্টা মতো সময় লাগে। আর বাস এ গেলে ধর্মতলা থেকে নামখানা যাবার এ.সি, নন এ.সি বাস সার্ভিস আছে, সময় লাগে প্রায় ৩ ঘন্টার কিছু বেশি। এখন ভেসেল পরিষেবা বন্ধ আছে তাই বাসে নামখানা বাসস্ট্যান্ড এ নামতে হয়। নামখানা বাসস্ট্যান্ড অথবা নামখানা স্টেশন থেকে অনেক ভ্যান ও টোটো পাওয়া যায় নদীর ঘাট অব্দি যাওয়ার জন্য।
নদীর নাম হাতানিয়া দেওনিয়া। এই নদীর উপর ব্রিজ হচ্ছে ওটা হয়ে গেলে বকখালি যাওয়া আরো সহজ হয়ে যাবে, বাস সোজা বকখালি গিয়ে থামবে। নৌকায় নদী পার হতে ৪-৫ মিনিট সময় লাগে, ভাড়া মাত্র ১ টাকা। নদী পার হয়ে অনেক বাস ও মারুতি পাওয়া যায়.. বাস ভাড়া ২৫ টাকা, মারুতি ভাড়া রিসার্ভ প্রায় ৩০০ টাকার মতো লাগে। বকখালি পৌঁছাতে 20 মিনিট সময় লাগে।
ওখানে গিয়ে প্রচুর মাঝারী থেকে ভালো মানের হোটেল পাবেন থাকার জন্য। বকখালি একটা ছোট্ট জায়গা,শান্ত, নিরিবিলি ও সুন্দর. পাশেই সমুদ্র মন ভালো করে দেবার জন্য যথেষ্ট। রাস্তা ঘাট বেশ পরিস্কার, খাবার হোটেল প্রচুর আছে, রান্না বেশ ভালোই। বিকেলটা সি বিচ এ বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে অনেক রকম সুস্বাদু মাছ ভাজা ও কাঁকড়া খাবার মজাই আলাদা। চেয়ার ভাড়া পাওয়া যায়, ঘন্টায় ১০ টাকা. বিচ এর পাশে ছোট্ট একটি মার্কেট আছে কেনাকাটা করতে পারেন কিছু। সব মিলিয়ে সন্ধ্যাটা সত্যি খুব ভালো কাটবে।
পরেরদিন সকালে টোটো ভাড়া করে বেরিয়ে পড়ুন সাইড সিন্ ঘুরে দেখতে- হেনরি আইল্যান্ড, বেনফিশ মৎস্য বন্দর, ফ্রেজারগঞ্জ সি বিচ, জম্বু দ্বীপ। এইসব বিচ এপ্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন। দুপুরের মধ্যে ফিরে খাওয়া সেরে বিকালে আবার বকখালি সি বিচ এ গিয়ে বসতে পারেন, সাথে অবশ্যই সুস্বাদু মাছ ভাজা. বকখালিতে খাবারের দাম একেবারেই সাধ্যের মধ্যে। নির্জনতার কারণে রাত ৯-৯.৩০টার মধ্যে হোটেল এ ঢুকে যাওয়াই ভালো।
পরেরদিন সকালে সি বিচ এ সানরাইজ ও মাছ ধরা দেখে দেখে পায়ে হেটে পাশেই ফরেস্ট ডিপার্টমেন্টের ডিয়ার প্রজেক্ট ও ক্রোকোডাইল প্রজেক্ট ঘুরে আসতে পারেন। বেশ কিছু হরিন , কুমির, নানারকমের সুন্দরবন এলাকার গাছপালা ও অনেক রকম মাছরাঙা দেখতে পাবেন।
তারপর হোটেল এ ফিরে স্নান খাওয়া সেরে বাড়ীর দিকে যাত্রা শুরু করতে পারেন। একইভাবে বাস বা রিসার্ভ গাড়িতে হাতানিয়া দেওনিয়া নদীর পার অবধি গিয়ে নদী পার হয়ে নামখানা স্টেশন বা নামখানা বাস স্ট্যান্ড এর পৌছে সেখানে থেকে ট্রেন বা বাস এ কলকাতা।