খুব ইচ্ছে ছিল আর্ট কলেজে পড়াশোনা করার
আমি সৌমিত্র মন্ডল, নদীয়ার তেহট্ট তে থাকি। ছোট থেকেই ছবি আঁকার খুব ইচ্ছা ছিল। আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আঁকা শেখা শুরু করি এক স্থানীয় শিক্ষকের কাছে। খুব ইচ্ছে ছিল আর্ট কলেজে পড়াশোনা করার, সুযোগটা হয়ে ওঠেনি। কোনরকমে মাধ্যমিকটা পাশ করে 2000 সালে চলে গেলাম মায়াপুর ইসকন মঠে। শুনেছিলাম ওখানে নাকি আর্ট এর কাজ হয়। বিদেশ থেকে কাজ আসে, আর সেগুলো করতে হয়। কোনভাবেই সুযোগটা হাতছাড়া করিনি। সেই শুরু হল শিল্প চর্চা ও জীবিকা দুটোই। এভাবেই চলছিল 2015 সাল পর্যন্ত। পরবর্তীতে বিভিন্ন এক্সিবিশন ও ওয়ার্কশপ করেছি বিভিন্ন জায়গায় দেশে ও বিদেশে এবং নিজের একটা ড্রইং স্কুলও আছে "ডে ড্রিম আর্ট স্কুল" নামে, এভাবেই পথচলা।