বিশ্বকাপ মানেই পৃথিবী জুড়ে উন্মাদনা তা সে ক্রিকেট হোক বা ফুটবল। ১ বা ২ মাসের ধরে রাউন্ড রবিন লিগের মাধ্যমে লড়াইয়ের পর, ধাপে ধাপে এগিয়ে ফাইনাল দিয়ে শেষ হয় সেই বছরের বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপের এই চিরাচরিত প্রথার ব্যঘাত ঘটে ১৯৫০ সালের বিশ্বকাপে। সেই বছরের ফুটবল বিশ্বকাপে শুধুমাত্র রাউন্ড রবিন লিগ দিয়ে বিবেচনা করা হয়েছিল সে বছরের চ্যাম্পিয়নকে। লিগ টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল ও উরুগুয়ের মধ্যে খেলা হয়। সুবিধাজনক জায়গায় ছিল ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের দরকার ছিল শুধু ম্যাচ টি বাঁচানো অন্যদিকে চাপ ছিল উরুগুয়ের চ্যাম্পিয়ন হতে গেলে তাদের ম্যাচ টা জেতার প্রয়োজন ছিল। আর সেটাই তারা করে দেখায় ২-১ গোলো ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় তারা।