এই গাড়িটি চড়েই ১৯৪১ সালের ১৬ এবং ১৭ জানুয়ারির রাতে কলকাতা থেকে গোমো রওনা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সঙ্গী ছিলেন শিশির বসু।
গাড়ির নাম ‘ওয়ান্ডারার’।

উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

গাড়ির সিটে সঙ্গী ছিলেন শিশির বসু

এলগিন রোডের নেতাজি ভবনেই রাখা আছে গাড়িটি।
