ছোট থেকে ভালো লাগত ছবি আঁকতে। তার চেয়েও বেশি ভালো লাগত কেউ যখন আঁকত তার খাতার দিকে তাকিয়ে থাকতে। কীভাবে রেখা বদলে যাচ্ছে রঙে তার মধ্যেই ডুবে যাওয়া। নতুন স্কেচবুক হাতে এলে তার আঁকাগুলোও হয়ে উঠত যেন এক- একটা বই। মুখ ডুবিয়ে ছবি দেখার পাঠ চলত নিজে নিজেই। কিন্তু রং-তুলির ক্লাসে খাতায়-কলমে ছাত্র হয়ে ওঠা হয়নি। টুয়েলভ পাশ করার পর যখন কলেজে বন্ধুরা খুব উৎসাহ দিত মন দিয়ে ছবি আঁকার জন্য। কিন্ত সিলেবাসের পড়া আর পরীক্ষার রুটিন বড় চাপ। ২০১৮ থেকে সিরিয়াস ছবির চর্চা শুরু। ‘ছবিওয়ালা’ গ্রুপের সঙ্গে প্রথম এক্সিবিশন। চাকরির পাশাপাশি ছবি আঁকাটাও চলছে সমানতালে। পুরোপুরি ছবির দুনিয়াকে আঁকড়ে ধরার লড়াইটা কঠিন হলেও, অসম্ভব নয়। স্বপ্ন বাঁচিয়ে রাখাই তো জীবন!