সময় সবচেয়ে দামী। তার টানেই ঘুরছে বিশ্ব। আবর্তিত হচ্ছে প্রকৃতি। সময় আর প্রকৃতির এই খেলাকেই ধরতে চাওয়া ক্যানভাসে।
সেভাবেই এসেছে জীবন। তার নানা পর্ব। কখনও তিক্ত শৈশব স্মৃতি। কখনও অন্দরমহলের যন্ত্রণা। জমে থাকা যন্ত্রণা ফুটে ওঠে রং-তুলিতে।
প্রাচ্য এবং পাশ্চাত্য দুই ঘরানাই মিশেছে ছবিতে। ভারতীয় মিনিয়েচার পেইন্টিং এবং জাপানি রীতি দুই রীতিই ব্যবহার হয়েছে।
ক্যানভাসে চলেছে নিরন্তর পরীক্ষা-নিরিক্ষা। কখনও জিঙ্ক অক্সাইড, কখনও গালা, ফেভিকল, মার্বেল ডাস্ট, মোবিল অয়েল, বার্নিশ দিয়েও।
প্রথম প্রদর্শনী ২০১৩-তে। দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটম্যানশিপের বার্ষিক প্রদর্শনীতে। ওই কলেজ থেকেই ২০১৬-তে বিএফএ সম্পূর্ণ করার পর বিশ্বভারতীর কলাভবন থেকে এমএফএ।
এই মুহুর্তে ছবির নিয়মিত বিষয় ল্যান্ডস্কেপ আর ফিগার পেইন্টিং। তবে নতুনের খোঁজ চলেছে সদা সর্বদাই। সেভাবেই নতুন আলোর উদ্ভাসে জেগে উঠছে ক্যানভাসে মুহুর্তেরা।