কলাভবনে চলছে রবি ঠাকুরের বিশেষ প্রদর্শনী

বাঙালির প্রাণের অত্যন্ত কাছের একজন মানুষ হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর| রবীন্দ্রনাথ, বিশ্বভারতী এবং জাপানের মধ্যে থাকা সম্পর্ক নিয়ে এবার বিশেষ এক প্রদর্শনীর আয়োজন করলো কলাভবন| সোমবার নন্দন আর্ট গ্যালারিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হলো এই অনুষ্ঠানের| কলকাতায় অবস্থিত জাপানের কনসাল জেনারেল মাসায়ুকি তাগার হাত ধরেই উন্মোচিত হলো প্রদর্শনীর দরজা|

কলাভবনে হওয়া এই প্রদর্শনীতে এইরকমই ৬২টি চিঠি লোকসমক্ষে আনা হয়েছে| চিঠি ছাড়াও জাপানের বিভিন্ন শিল্পীর আঁকা মোট ২৬টি ছবিও জায়গা পেয়েছে এই প্রদর্শনীতে| জানা গেছে, সোমবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে ১০ জানুয়ারী পর্যন্ত| প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী| এই প্রদর্শনীর শুরুতে একটি বৈঠকের আয়োজন করা হয় নন্দন আর্ট গ্যালারিতে| সেই বৈঠকেই বক্তব্য রাখেন জাপানের কনসল জেনারেল মাসায়ুকি তাগা| প্রদর্শনীর জন্য জাপান থেকেও বেশ কিছু শিল্পী এসেছেন| তারা প্রদর্শনী চলাকালীন নাচ, কবিতা পাঠ বা ছবি আঁকার কাজ করবেন এইসব শিল্পী|    

শতবর্ষ উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কলাভবন চত্বরে| জানা গেছে, প্রদর্শনীতে জাপানের বিখ্যাত শিল্পী আড়াই কম্পোর আঁকা ছবি এবং তাকে পাঠানো বিভিন্ন চিঠি এই প্রদর্শনীতে রাখা হয়েছে| সেখান থেকেই জানা গেছে, রবীন্দ্রনাথের সাথে জাপানের এক বিশেষ সখ্যতা ছিল| ভ্রমনের কারণেও অনেকবারই তিনি জাপানে গেছিলেন| বিভিন্ন বই এবং চিঠিপত্র থেকে জানা গেছে, জাপানের বিভিন্ন শিল্পীর সাথেও রবীন্দ্রনাথের খুব নিবিড় সম্পর্ক ছিল| সেই চিঠি থেকে জানা গেছে শুধু রবীন্দ্রনাথ নয় অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুরের সাথেও সেখানকার শিল্পীদের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল| কলাভবনের বিখ্যাত শিল্পী নন্দলাল বসু, অসিত হালদার এবং গৌরী বসুদের মতো মানুষ সকলেই একে অপরের সহচর্যে আসার ফলে কম্পোর সাথে চিঠির আদানপ্রদান হতো| সেই সব চিঠিই রাখা হয়েছে প্রদর্শনীতে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...