মেঘলা দিন। বাড়িতে বন্দী। একেবারেএকা। ক্যাফেগুলো বন্ধ। কফি কাপের টান এড়াতে মন মানে না। জানা নেই চিনি আর কফির হিসেব নিকেশ। তবু ক্যাফেইনের গন্ধটা চুপ থাকতে দেয় না...অগত্যা...
কাপ তো পেলাম,????

হম...ফাইনালি!☺️

ঢাকা কই! কোথায় যে সব রাখে!????

জল ফুটছে, দেশ ফুটছে...????

বড় কাপে ক চামচ চিনি লাগে?????

জল, চিনি, কফি- আর কী লাগে?????

আমার কী এসব অভ্যেস আছে!????

এক কাপ জলই যথেষ্ট!????

কাপ ভর্তি হতে এতক্ষণ লাগে !????

ধূত, যা হয় হবে, নিজেই তো খাব...????

কফি-চিনি-চামচ কিচ্ছু খুঁজে পাচ্ছি না!????

দূর ছাই কী যে ঝামেলায় পড়লাম!☹️

ফোন করব একবার?????

হুম...ভালই হয়েছে... শুধু যা রোজের মতো নয়...☺️????????
