Maha Kumbh Mela 2025: কুম্ভস্নান সারলেন টলিউডের একঝাঁক তারকারা, কারা পৌঁছালেন প্রয়াগরাজে?

ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের সুযোগ হাতছাড়া করতে চাননা কেউই। এই পুণ্যযাত্রায় বলিউড থেকে টলিউড নানা পরিচিত মুখকে দেখা গেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী দেবলীনা কুমার, পরিচালক অরিন্দম শীল এবং অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।

Ranveer Allahbadia controversy: জনপ্রিয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার সম্পত্তির পরিমাণ জানেন?

রণবীর ইলাহাবাদিয়ার ইউটিউব চ্যানেলের নাম ‘বিয়ারবাইসেপস’। ২০১৪ সাল থেকে তিনি তাঁর ইউটিউব যাত্রা শুরু করেন। ইউটিউবে মূলত স্বাস্থ্যসচেতনতা, আধ্যাত্মিকতা এবং আত্ম-উন্নতির মতো বিষয়ে কনটেন্ট তৈরী করেন তিনি।

Loading...